বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ক্যাম্প ৮ (ডব্লিউ) ও ক্যাম্প ৫ এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি ক্যাম্প ৮ (ডব্লিউ), ব্লক ই, সাব-ব্লকঃ এ/৪২ পঁচা বাজার এলাকার মৃত মোঃ হাসিমের ছেলে। এ ঘটনায় তাইফুর (১২) নামের আরও এক শিশু আহত হয়েছে। সে ক্যাম্প ৫, ব্লক ডি, সাব-ব্লকঃ ডি/৫ পঁচা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ক্যাম্পে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানিয়েছে, রোহিঙ্গা উগ্রপন্থী গোষ্ঠীর সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে।
বিএনএ/ শাহীন, ওজি
Total Viewed and Shared : 17