33 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » ইউক্রেনকে ১৫৬০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ

ইউক্রেনকে ১৫৬০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ

আইএমএফ

বিএনএ ডেস্ক : ইউক্রেনের অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ১ হাজার ৫৬০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে । শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে দাতা সংস্থাটি এ তথ্য জানায়।

আইএমএফের ভাষ্যমতে, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এর কারণে গত বছর দেশটির অর্থনৈতিক কার্যক্রম প্রায় ৩০ শতাংশ সংকুচিত হয়েছে, বেশিরভাগ মূলধন ধ্বংস হয়েছে এবং দারিদ্র্য বেড়েছে।

ইউক্রেনের জন্য আইএমএফ বোর্ড অনুমোদিত ৪৮ মাসের বর্ধিত তহবিল সুবিধার আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৫৬০ কোটি ডলার। এটি দেশটির জন্য ১১ হাজার ৫০০ কোটি ডলারের সামগ্রিক সহায়তা প্যাকেজের অংশ। বিভিন্ন ঋণছাড়, ত্রাণ, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক প্রতিষ্ঠানের অনুদান এবং ঋণ থেকে বিপুল এই অর্থ পাবে ইউক্রেন।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ