21 C
আবহাওয়া
৮:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নর্থ সাউথ শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক আটক

নর্থ সাউথ শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক আটক

দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী নিহত; চালক আটক

বিএনএ, ঢাকা: রাজধানীর কুড়িল ফ্লাইওভারে দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহতের ঘটনায় ঘাতক চালক ও তার সহকারিকে চট্টগ্রাম আটক করেছে পুলিশ। তাঁদের ঢাকায় আনা হচ্ছে।

শুক্রবার (১ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, ঘাতক চালকের নাম সাইদুল। তার সাথে কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে পুলিশের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ায় পর কাভার্ড ভ্যান চাপায় নিহত হন মাইশা মমতাজ মিম।

শুক্রবার সকালে কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। মিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। তার গ্রামের বাড়ি গাজীপুরের মৌচাকে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টায় একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনায় সন্তানের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন মাইশার বাবা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ