বিএনএ, গাজীপুর : গাজীপুরে আন্ত:জেলা অটোরিকশা চোরচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৩১ মার্চ) রাতে
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর খাঁপাড়া (ডাংধরা) এলাকার মো. ছোবাহান খা (৩৫)।মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচর মিনাকান্দি এলাকার আরব আহম্মেদ ওরফে বাদশা মিয়া (৪০),ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আতকাপাড়া এলাকার জসিম উদ্দিন (৩০),বরিশালের বানারীপাড়া উপজেলার কুন্দিহার এলাকার মো. জুয়েল রানা (৪০), নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাইলাটি এলাকার মো. রমজান আলী (৬০),কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উত্তর আপুয়ারখাতা এলাকার ফুলজার আলী ওরফে সাগর (৩৪), গ্যারেজমালিক মাসুদ রানা (৩৫).
ডিবির ওসি জানান, মঙ্গলবার( ৩০ মার্চ) সদর উপজেলার হোতাপাড়া এলাকায় আন্ত:জেলা গাড়ি চোরচক্রের সদস্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে বাদশা মিয়া, জসিম, জুয়েল ও রমজানকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থান থেকে আরও তিনজনকে আটক করা হয়।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 138