36 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলে খুন

জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলে খুন

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলে খুন হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চুরখাইয়ের জামতলা এই ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ওই এলাকার আবুল খায়ের (৬০) ও ছেলে ফরহাদ হোসেন (২০)।

এসআই রফিকুল ইসলাম বলেন, বিকেল পৌনে চার দিকে হাসপাতালে আনার পর দুইজন মারা গেছেন। এই ঘটনা আহত হয়েছেন আরও তিনজন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনজনের এক জনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, সদর উপজেলার চুরখাই জামতলা এলাকার নিহত আবুল খায়েরের সাথে একই কামাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ওই জমি মাপ দেয়াকে কেন্দ্র করে কামাল মিয়া তার তিন ছেলে এবং স্ত্রী মিলে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আবুল খায়ের ও ছেলে ফরহাদ হোসেনদের উপর হামলা করে। হামলায় বাবা-ছেলেসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ/ হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ