30 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

মৃত্যু

বিএনএ, বগুড়া : বগুড়ায় বিষাক্ত মদপানে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে।  । রোববার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে পুরান বগুড়ার ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন-  প্রেমনাথের ছেলর সুমন (৩৮), পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) কাটনার পাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আরী (৭০)। এছাড়া ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিল (৬৫)।

বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের তিন মাথা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আগত লোকজন পার্শ্ববর্তী শাহীনের হোমিও দোকানে মদপান করে।রাতে বাড়ি ফিরে সুমন, তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। ভোরের দিকে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রমজান স্থানীয় একটি ক্লিনিকে মারা যান।

অপরদিকে শহরের কালিতলা এলাকায় রোববার রাতে মদ্যপানে সাজু, মোজাহার ও আব্দুল জলিল নামের তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিএনএ/ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ