34 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » আশুলিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ,সাভার : সাভারের আশুলিয়ায় ৫ লাখ টাকার ৫০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। গ্রেপ্তারকৃত মোছা. লতিফা বেগম (২৫) ঢাকা জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

এ ব্যাপারে সিপিসি-২ র‌্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন রাকিব মাহমুদ খান বলেন, ৩০ ডিসেম্বর আশুলিয়া থানার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/ইমরান খান/এনএএম

Loading


শিরোনাম বিএনএ