39 C
আবহাওয়া
৬:০৭ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ওড়ানো ফানুসে রাজধানীর ১০ স্থানে আগুন

ওড়ানো ফানুসে রাজধানীর ১০ স্থানে আগুন


বিএনএ, ঢাকা : ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ অন্তত ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরশাদ হোসেন বলেন, যাত্রাবাড়ীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে পৃথক পৃথক ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এরমধ্যে মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়িতে ফানুস থেকে বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ওড়ানো একটি ফানুস মাতুয়াইলের একটি বাড়িতে পড়ে। সেখানে ত্রিপল টানানো ছিল, এ কারণে অগ্নি দ্রুত বৃদ্ধি পায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ