bnanews24.com
করোনা পকোড়া

করোনা পকোড়া!

করোনা ত্রাস। করোনা সেনসেশনও। বিশ্ববাসীর শয়নে, দুঃস্বপনে, জাগরণে তো বটেই—সবটা করোনাময়! এতটাই মানবজীবনে প্রভাব ফেলেছে এই ভাইরাস যে, খাবারেও এবার তার আদল।

ভাইরাল হওয়া এই ছবিতে গোলাকৃতি পকোড়ার গা দিয়ে বেরিয়েছে অনেক শাখা-প্রশাখা। যা দেখতে অনেকটাই করোনা ভাইরাসের মতোই। সোশ্যালের সমস্ত সাইটে এই ছবি পোস্ট হতেই হইচই শুরু। সবাই জানতে চেয়েছেন, এমন পকোড়া কেউ আদৌ খাবেন কী?

অনেকেই জানতে চেয়েছেন, এই খাবার কি চৈনিক! বেশির ভাগই জানতে চেয়েছেন এই ইউনিক পকোড়া তৈরির রেসিপি।

যাঁরা সত্যিই খেদে আগ্রহী তাঁদের জন্য রইল রেসিপি। নানা ধরনের সবজি একসঙ্গে ভাপিয়ে চটকে নিন। এবার বেসনের গোলা বানিয়ে তাতে পোস্ত, কালো জিরে, নুন, সামান্য মিষ্টি, খাবার সোডা দিন। ভালো করে সবটা মিশিয়ে তাতে করোনার আকারে গড়া সবজির বল জুগিয়ে ছাঁকা তেলে ভেজে নিন। লকডাউনেক দিনে করোনা পকোড়ায় জমে যাবে সন্ধের আড্ডা। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

দেশে করোনায় আরও ২২ মৃত্যু

bnanews24

ডা. সাবরিনা ৩ দিনের রিমান্ডে

bnanews24

চট্টগ্রামে দুই দিনের বিয়ে মেলা

Jishan Islam