বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর আজ নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এই ম্যাচের পর ক্রিকেট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিলেন ম্যাচের আগের দিন আফগান ক্রিকেটার আসগর আফগান । তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
২০০৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে দিয়ে অভিষেক আসগরের ।
আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬টি টেস্ট ,১১৪টি ওডিআই ও ৭৪ টি টি-টোয়েন্টি খেলেছেন এই ৩৩ বছর বয়সি খেলোয়াড়। সব ফরম্যাটে সবমিলিয়ে ৪২১৫ রান করেছেন এই ব্যাটার। আফগান দলকে লিড দিয়েছেন তিনি এখন পর্যন্ত ১১৪ ম্যাচে।
চলমান বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে তার দল জিতে ১৩০ রানে। দল জিতলেও ব্যাটিংয়ের সুযোগ পায়নি আসগর । পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ৭ বলে ১০ রান। আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণে ২১.৭৯ গড় ও ১১০.৩৭ স্ট্রাইক রেটে তার রান ১ হাজার ৩৫১।
বিএনএ/এমএম