bnanews24.com

মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহত ৯০

শনিবার   সকাল ১১.৩৭ মিনিট। লোকজন যে যার কাজে ব্যস্ত। ঠিক এ সময়   সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে   গাড়ি বোমা বিস্ফোরণ। চারিদিকে সব লণ্ডভণ্ড। মুহূর্তেই থেমে গেলো প্রাণ স্পন্দন। আর্তনাদ আর রক্তে একাকার। শোর চিৎকারে সে এক বীভৎস অবস্থা। এ আত্মঘাতী হামালায়  কমপক্ষে ৯০ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছে।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপরোক্ত কথা জানিয়েছে। -এএফপি।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসেইন জানান, কর আদায় কেন্দ্রই ছিল হামলার লক্ষ্য। সকালে কেন্দ্রটিতে প্রচুর লোক সমাগম ঘটে থাকে। বাসে চেপে আসা ইউনিভার্সিটির ছাত্রসহ বেশ কয়েকজন শিশু এ হামলা শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে।

মৃত্যুর সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। মোগাদিসুর মেয়র বলেছেন, মৃত্যুর সংখ্যা এ মুহূর্তে ৯০ এর উপরে। আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন মেয়র। নিহতদের মধ্যে  তুরস্কের কয়েকজন প্রকৌশলীও রয়েছে।   এ ছাড়া রয়েছে শিশু নারী ছাত্র শিক্ষকসহ নানা শ্রেণীর মানুষ।

 ঘটনাস্থলে সে এক ভয়াবহ অবস্থা। ছিন্নভিন্ন মৃতদেহ আর মৃতদেহ। হতাহতদের আহাজারি।  রক্ত আর রক্ত চারিদিকে। রক্তের স্রোত বয়ে গেছে সড়ক জুড়ে।  এখনো কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

 সম্পাদনায় : আবির হাসান

আরও পড়ুন

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পর্ব : ১৯

showkat osman

এসএ গেমস: দ্বিতীয় স্বর্ণ জিতল বাংলাদেশ

RumoChy Chy

যেখানে অনিয়ম সেখানেই ব্যবস্থা-তথ্যমন্ত্রী

RumoChy Chy