20 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনে যেসব গাড়ি ব্যবহৃত হবে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই

নির্বাচনে যেসব গাড়ি ব্যবহৃত হবে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই

নির্বাচনে যেসব গাড়ি ব্যবহৃত হবে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই

বিএনএ, চট্টগ্রাম : আর মাত্র ৩ দিন পর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হবে এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বরাবরের মতো।

বর্তমানে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দেখা যাচ্ছে, দলীয় মেয়র প্রার্থীরা সকলেই নগরীর জলাবদ্ধতা, যানজট, বিদ্যুৎ, গ্যাস, পানি সমস্যা তো বটেই-সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও পরিবেশ দূষণমুক্ত রাখার প্রতিশ্রুতিও দিয়ে চলেছেন।

সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নির্বাচনী ইশতেহারে রয়েছে ৩৭ দফা। অন্যদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ঘোষণা করেছেন ৭৫ দফা ইশতেহার।

এদিকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুসারে সিটি করপোরেশনের মূল কাজ নগর পরিস্কার রাখা, রাস্তাঘাট ঠিক রেখে আলোকায়নের ব্যবস্থা করা ও জনস্বাস্থ্যের সুরক্ষা দেওয়া। করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের কাজের মধ্যে রয়েছে নতুন হোল্ডিং নম্বর দেওয়া ও ট্যাক্স নেওয়া, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, জন্ম-মৃত্যু-বিয়ে রেজিস্ট্রি, রাস্তা খননের অনুমতি, কবরস্থান ব্যবস্থাপনা, রাস্তা-নর্দমা-ফুটপাত তৈরি, বহুতল ভবনের জন্য অনাপত্তি পত্র দেওয়া, সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া, পর্যাপ্ত পাবলিক টয়লেট বসানো এবং পার্ক ও খেলার মাঠ বিষয়ক সেবা দেওয়া।

এদিকে নির্বাচনের দিন নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়ে সাংবাদিকদসহ নির্বাচন পর্যবেক্ষকদের জন্য কোন ধরণের গাড়ি ব্যবহার করা যাবে এ ধরণের কোন সুনিদিষ্ট দিক নির্দেশনা দেয়নি নির্বাচন কমিশনের দেয়া অনুমতি ফরমের বিশেষ দ্রব্যষ্টে।

তবে যে সব গাড়ি ব্যবহার করা যাবেনা তার নির্দেশনা দেয়া হয়েছে।

এর মধ্যে যেসব গাড়ি ব্যবহার করা যাবেনা তার মধ্যে রয়েছে- যেকোন অবৈধ গাড়ি, সিএসজি চালিত ট্যাক্সি, মোটরসাইকেল।

এব্যাপারে আঞ্চলিক নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সিটি করপোরেশন রির্টানিং অফিসার মো. হাসানুজ্জামান বিএনএ নিউজকে জানান, নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়ে সাংবাদিকদসহ নির্বাচন পর্যবেক্ষকদের জন্য কার-মাইক্রো ব্যবহার করতে পারবে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ