bnanews24.com
অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন

অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন

বিএনএ,ঢাকা:  রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আইনমন্ত্রী বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা ততটা ভালো নয়। উনি তো কোভিড পজিটিভ ছিলেন। বয়স হয়েছে। এখন অবস্থা বেশ ক্রিটিক্যাল। সবাই দোয়া করবেন।

অ্যাটর্নি জেনারেলের পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বর ও গলা ব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব মাহবুবে আলমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।

বিএনএ/এমএইচ

আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

marjuk munna

কে হাসবে শেষ হাসি !

Osman Goni

আনসারুল্লাহ বাংলা টিমের ২সদস্য গ্রেপ্তার

bnanews24