bnanews24.com

থাইল্যান্ড ও লাওস সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

থাইল্যান্ড সীমান্তবর্তী লাওসের উত্তরপশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

আজ স্থানীয় সময় সকাল ৬টা ৫০মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

এ ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৭শ’ কিলোমিটারের বেশি দূরে থাই রাজধানী ব্যাংককেও ভূমিকম্প অনুভূত হয়। চারদিনের এক সফরে পোপ ফ্রান্সিস বর্তমানে ব্যাংকক রয়েছেন।
থাই আবহাওয়া বিভাগের কর্মকর্তা সফন চায়লা বলেন, ‘স্থানীয় সময় সকাল ৬টা ৫০মিনিটে লাওসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং তা থাইল্যান্ড ও ব্যাংককের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে অনুভূত হয়।’

চায়লা আরো জানান, ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।ভিয়েতনামের রাজধানী হ্যানয়েও ভূমিকম্প অনুভূত হয়। সেখানের বাসিন্দারা তাদের ঘরবাড়ি কেঁপে ওঠার কথা জানায়।

হ্যানয় বাসিন্দা ট্রান হোয়া ফুং বলেন, ‘আমি আমার ঘরের সিলিং লাইট অপেক্ষাকৃত জোরে কেঁপে ওঠতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি।’

বিএনএনিউজ২৪.কম/এম রানা, ওসমান গনী

আরও পড়ুন

ভারতের টি-টোয়েন্টে দলে আবারও ডাক পেয়েছে কুলদীপ,ভুবনেশ্বর

marjuk munna

ইন্টারনেট: সাধারণ জ্ঞান অর্জন যেমন সহজ তেমনি অপরাধে জড়িয়ে পড়ার পথও খুলে

bnanews24

ইডিইউর শিক্ষার্থীরা পাচ্ছে একাডেমিক এডভাইজর

bnanews24