bnanews24.com
ভোমরা স্থলবন্দর দিয়ে একদিনে এলো ৩১ ট্রাক পেঁয়াজ

ভোমরা স্থলবন্দর দিয়ে একদিনে এলো ৩১ ট্রাক পেঁয়াজ

বিএনএ ডেস্ক : ভোমরা স্থলবন্দর দিয়ে ৩১টি ট্রাকে ৭২১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত প্রতি ট্রাকে ২২-২৫ টন পেঁয়াজ এসেছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, সীমান্তের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে পূর্বের এলসি করা পেঁয়াজ বোঝাই ৩০০টি ট্রাক আটকে ছিল। সেগুলোর মধ্যে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩১টি ট্রাক বন্দরে এসেছে। বাকি ট্রাকগুলো পর্যায়ক্রমে প্রবেশ করবে বলে আশা করছেন।

নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড এর এক চিঠিতে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায়। ১৮ সেপ্টেম্বর ওই ফরেন ট্রেড এর অপর এক চিঠিতে শর্ত সাপেক্ষে পেঁয়াজ রপ্তানি হবে বলে ভারতীয় সিএন্ডএফ সূত্রে জানানো হয়েছে।

তিনি আরো জানান, মহারাষ্ট্রের নাছিক থেকে এই পেঁয়াজ ভোমরা বন্দরে আসতে পথেই সময় লাগে ৫-৬ দিন। তার উপর গত ৫ দিন ধরে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আমদানির অপেক্ষায় আটকে রয়েছে প্রায় ৩ শতাধিক ট্রাক, যা ১০/১১ দিনে অর্ধেকই পঁচে যেতে পারে বলে শঙ্কিত আমদানিকারকরা।

মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের পেঁয়াজ রপ্তানি মূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান ন্যাপেট ৩০০ ডলারের পরিবর্তে প্রতিটন পেঁয়াজের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ৭০০ ডলার।

ভোমরা স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক পঙ্কজ কুমার দত্ত বলেন, এলসি করা পেঁয়াজ গরমে পচন ধরে নষ্ট হয়ে গেছে। ট্রাক প্রতি ২-৩ লাখ টাকার উপরে লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের।

বিএনএ/এআইএস,ওজি

আরও পড়ুন

১০ হাজার পিস ইয়াবা সহ চালক আটক

Osman Goni

পাপিয়ার সঙ্গে অপকর্মে জড়িতদের ছাড় নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

RumoChy Chy

চতুর্থ শিল্প বিপ্লবের যোগ্য প্রকৌশলী গড়ে তুলতে হবে-মোস্তফা জব্বার

bnanews24