বিএনএ বিশ্বডেস্ক : দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ । শনিবার (১৯ জুলাই) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বাবা প্রিন্স খালেদ বিন তালাল।
গালফ নিউজের খবরে বলা হয়, ২০০৫ সালে যুক্তরাজ্যের লন্ডনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন ১৫ বছর বয়সী আল-ওয়ালিদ। এরপর দীর্ঘ সময় ধরে হাসপাতালে অচেতন অবস্থায় কাটে তাঁর জীবন। সৌদি রাজপরিবারের এই সদস্যকে সবাই চেনেন ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজকুমার’ নামে।
২০১৯ সালে তাঁর পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থেকেও প্রিন্স আল-ওয়ালিদ সামান্যভাবে আঙুল নাড়াতে পারছেন। এতে তাঁর সুস্থতার আশা জাগলেও যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টাও শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।
প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে শোকের আবহ নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে #SleepingPrince হ্যাশট্যাগটি।
বিএনএ/ ওজি