bnanews24.com
চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত আরও ৬৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৬০

বিএনএ,  চট্টগ্রাম: চট্টগ্রামে ২৪ ঘন্টায় আরও ৬০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।  এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ২৪৪ জনে। এর মধ্যে করোনায় কেউ মারা যায়নি চট্টগ্রামে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,  চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

চবি ল্যাবে ১৬জন, বিআইটিআইডিতে ১০ জন, চমেক ল্যাবে ১৬ জন এবং সিভাসু ল্যাবে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে  ৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টার ৮৯১টি নমুনা পরীক্ষায় ৬০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।  নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ৪৩ জন এবং উপজেলায় ১৭ জন।

বিএনএ/ওজি

 

আরও পড়ুন

টেস্ট দলে ফিরলেন বেয়ারস্টো, জেমস অ্যান্ডারসন এবং মার্ক উড

Osman Goni

রিফাতের জানাজায় মানুষের ঢল

RumoChy Chy

আদালত চাইলে ভোট পেছাবে : ইসি রফিকুল

JewelBarua