বিশ্ব ডেস্ক : গাজায় থাকা পণ বন্দীদের মুক্তির দাবিতে দখলদার রাষ্ট্র ইসরায়েল গাজার শাসক সরকার হামাসকে আলটিমেটাম দিয়েছে।
হামাস আগামী ১০ মার্চের মধ্যে পণবন্দীদের মুক্তি না দিলে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে স্থল অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে দেশটি। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ।
তিনি বলেন,‘ বিশ্ববাসী এবং হামাস নেতাদের অবশ্যই জেনে রাখা উচিত, যদি রমজানের আগে আমাদের পণবন্দী নাগরিকরা বাড়িতে না ফেরে, তাহলে রাফাহ অঞ্চলের সর্বত্র অভিযান চলবে’,।
ইসরাইল এমন একটি সময় এই আলটিমেটাম দিল, যখন রাফাহতে হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী তীব্র বিরোধিতা চলছে।
মধ্যপ্রাচ্যে আগামী ১০ মার্চ হতে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। ফিলিস্তিনের গাজার সর্ব দক্ষিণে অবস্থিত রাফাহ শহর ফিলিস্তিনিদের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর পর বেশিরভাগ উদ্বাস্তু ফিলিস্তিনি নাগরিক মিশরের সীমান্ত ঘেঁষা এই শহরেই আশ্রয় নিয়েছেন।
বর্তমানে সেখানে ১৩ লাখেরও বেশি বেসামরিক মানুষ অবস্থান করছে।
জিএন