bnanews24.com
চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর জেটি থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর জেটি থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর জেটির কর্ণফুলী নদী থেকে মো. তাজুল ইসলাম রনি (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ফায়ার সার্ভিস  ও নৌ-পুলিশের একদল কর্মী মরদেহটি উদ্ধার করে।

তাজুল ইসলাম রনি দক্ষিণ খুলশীর ১ নম্বর রোডের হুমায়ুন সাহেবের বাড়ি মৃত আবদুর রাজ্জাকের পুত্র।

জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল সাড়ে ৫ টার সময় চাক্তাই নতুন ব্রিজের পাশে নৌকা হতে ওপরে  উঠতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়।

তাজুল ইসলামের ভগ্নিপতি মো. ফরিদ বলেন, বুধবার বিকেলে সাড়ে ৫ টার সময়  নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়। আজকে সকালে আমরা দুইটা নৌকা নিয়ে নদীর দুই পারে খোঁজার সময় জেটির নিচে তার মরদেহ দেখতে পাই। এরপর নৌ-পুলিশ তাজুলের মরদেহ উদ্ধার করে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, বুধবার নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ সকালে বন্দরের ১২ নম্বর জেটি থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে কিছুক্ষণ পর মরদেহ হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/মনির

আরও পড়ুন

ভেঙে দু’টুকরো হয়ে গেলো পর্তুগিজ ফুটবলারের পা

Osman Goni

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পর্ব : ১৭৯

showkat osman

ব্যাট করছে রংপুর

hasanmunna