bnanews24.com
অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন

অ্যাটর্নি জেনারেল আইসিউতে

বিএনএ, ঢাকা : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অ্যাটর্নি জেনারেল  অ্যাডভোকেট মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার শারীরিক অবস্থা বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত ভালোই ছিল। কিন্তু শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়।

তিনি আরও জানান,  গত ৪ সেপ্টেম্বর সকালে তাঁর জ্বর শুরু হয়। এ সময় চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে ওই দিনই অ্যাটর্নি জেনারেল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। করোনা পজেটিভ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।

বিএনএ/ওজি

আরও পড়ুন

মানুষের ত্বকে করোনা বাঁচে ৯ ঘণ্টা : জাপানী গবেষক 

Osman Goni

ইন্টারনেট-ডিশ সেবা বন্ধের সিদ্ধান্ত স্থগিত

bnanews24

ইবে গরু ন দে

Osman Goni