bnanews24.com
(৩০জুন)

ইউরোপে ফের লকডাউন চালু হচ্ছে

বিশ্ব ডেস্ক : প্রাণঘাতি করোনা ভাইরাসটি কোনোভাবেই মোকাবেলা করা যাচ্ছেনা। এরই মধ্যে ইউরোপের দেশ ফ্রান্স ৯টি শহরে জরুরি অবস্থা জারি করেছে। প্রথম দফা আক্রমণ স্তিমিত হয়ে না আসতেই দ্বিতীয় দফার সংক্রমণ শুরু হয়ে যাচ্ছে। এ কারণেই ইউরোপজুড়ে ফের লকডাউন চালু করার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সংক্রমণের দ্বিতীয় দফাকে মোকাবেলা করতে হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

করোনার প্রকোপ কাটিয়ে আগের চেহারায় ফিরতে শুরু করেছিল শিল্প-সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিস। কিন্তু করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আবারও জরুরি অবস্থার মধ্যে যেতে হচ্ছে প্যারিসবাসীকে। জরুরি অবস্থা জারি করা হয়েছে লিয়ঁ, মার্সেই ও তুলুসসহ আররো আটটি শহরে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাকরন জানান, দিনের বেলা আংশিক খোলা থাকবে শহর। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত শাটডাউন চলবে। আগামী ৬ মাস এই নিয়ম বহাল থাকবে।

এদিকে ইউরোপের আরেকটি দেশ জার্মানিতেও শুরু হয়েছে কড়াকড়ি। স্পেনের মাদ্রিদেও লকডাউন জারি করা হয়েছে। কাতালোনিয়ার পাব, রেস্তোরাঁগুলোও বন্ধ থাকবে আগামী ১৫ দিনের জন্য।
বিএনএনিউজ/জেবি

আরও পড়ুন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Osman Goni

করোনা: চট্টগ্রামে কমেছে নমুনা পরীক্ষা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫

marjuk munna

ইডিইউতে যোগাযোগে দক্ষতা উন্নয়নে কর্মশালা

Osman Goni