bnanews24.com
ফেনীতে ধর্ষণ বিরোধী লংমার্চে হামলা, আহত ৮

ফেনীতে ধর্ষণ বিরোধী লংমার্চে হামলা, আহত ৮

  • 48
    Shares

বিএনএ, ফেনী : দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও ‍বিচারহীনতার প্রতিবাদে শাহাবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লংমার্চে ফেনীতে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৭অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে সমাবেশ শেষে বিক্ষোভ করার সময় শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় এ হামলা ঘটে। এসময় অন্তত ৮ জন আহত হয়েছেন। এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে লংমার্চ কারীরা সমাবেশ করেন।

লং মার্চ কারীরা জানান, ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ ও প্রচারাভিযান করে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে লংমার্চ যাওয়ার সময় কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় গেলে বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠি সোঠা নিয়ে হামলা করে । এসময় লং মার্চ কারীদের মধ্যে হৃদয়, শাহাদাত, অনিক, যাওয়াদ ও পথচারীসহ ৮ জন আহত হয়।

বিএনএ/ফারুক আহমদ শামীম,ওজি

আরও পড়ুন

শীতের আমেজে চুয়েট

marjuk munna

আবারও চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা

bnewsctg

৫ জি প্রযুক্তি যে ভাবে ট্রাফিক জ্যাম সমাধানে সহযোগিতা দেবে

bnanews24