bnanews24.com
সিনেমা

আজ থেকে খুলছে সিনেমা হল

  • 2
    Shares

বিনোদন ডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে নানা রকম ব্যবস্থা নিয়েছে সরকার। শর্ত মেনে খুলছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। দেশের প্রেক্ষাগৃহ সেই তালিকায় যুক্ত করা হয়েছে। স্ক্রানার দিয়ে পরীক্ষা, স্যানিটাইজার ও মাস্কসহ স্বাস্থ্য বিধি নিশ্চিত করার শর্তে দীর্ঘ সাড়ে ছয় মাস পর খুলে দেওয়া হচ্ছে সিনেমা হল।

বৈশ্বিক কোভিড-১৯ করোনা কালীন দেশব্যাপী সকল চলচ্চিত্র প্রদর্শনের সিনেমা হল চলার মাধ্যমে জনগণের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাওয়ার আশংকায় সরকারের নির্দেশে তথ্য মন্ত্রালয় সিনেমা হল বন্ধ করে দেয়।

শুক্রবার (১৬ অক্টোবর) নতুন করে সিনেমা হল চালু হওয়ার ঘোষণায় বৃহস্পতিবার থেকে বন্ধ থাকা সিনেমা হলের ভিতরের দর্শকদের বসার চেয়ারগুলো পরিষ্কার-পরিচ্ছনতা করা হচ্ছে। সিনেমা হলের বিভিন্নস্থানে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়।

সিনেমা হল ঘুরে দেখা যায়, শাকিব খানের শানে শাহ চলচ্চিত্রের পোস্টার আটা দিয়ে সাটানোর কাজ করছে। অন্য সকল স্টাফরা হলের মেসিন রুম থেকে শুরু করে হলের দর্শকদের বসার সিটগুলো নতুন করে ঝালিয়ে নিচ্ছেন।

এ ব্যাপারে অভিরুচি প্রেক্ষাগ্রহের পরিচালক সৈয়দ রেজাউল কবীর বলেন, করোনার মধ্যে বন্ধ থাকা সিনেমা হলগুলো মালিক পক্ষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে গত সাড়ে ছয় মাস হলগুলো বন্ধ থাকার কারণে হলের সাধারণ কর্মচারীরা আর্থিক অনটনের মধ্যে মানবতার জীবন যাপন করেছেন। সিনেমা হলের কোন কর্মচারী সরকারিভাবে কারো কাছ থেকে কোন ধরনের সাহায্য সহযোগিতা পায়নি।

রেজাউল কবীর আরও বলেন, বর্তমানে চলচিত্রের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকার কারণে নতুন কোন ছবি নির্মাণ না হওয়ায় পুরানো ছবি দিয়ে হল চালু করা হচ্ছে।

এখানে পুরান ছবিতে বড়ধরনের দর্শকদের চাপ পড়বে বলে মনে হয় না। এরপরে ছবি পদর্শনকালে বিদ্যুৎ খরচ, স্টাফ খরচের টাকা উঠে আসার চেয়ে লোকসানের সংখ্যাটাই বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, এতদিন সিনেমা হলগুলো বন্ধ ছিল হয়ত চালু হওযার কারণে কিছু কিছু ঘরবন্ধি মানুষ একটু বিনোদনের জন্য সিনেমা হলে আসবে বলে আশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

বিএনএ/এমএইচ

আরও পড়ুন

২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ গেল ৩০ পুরুষ এবং ৫ নারীর

marjuk munna

করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়াল

Osman Goni

সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত

bnanews24