29 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ‘১৭-৩১ মার্চ দেয়া হবে সোয়া ৩ কোটি ডোজ টিকা’

‘১৭-৩১ মার্চ দেয়া হবে সোয়া ৩ কোটি ডোজ টিকা’

'১৭-৩১ মার্চ দেয়া হবে সোয়া ৩ কোটি ডোজ টিকা'

বিএনএ ডেস্ক, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেয়া হবে সোয়া ৩ কোটি ডোজ টিকা।

বুধবার (১৬ মার্চ) দুপুরে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বলেন, নির্ধারিত সময়ে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দিতে বদ্ধ পরিকর মন্ত্রণালয়। জানান ‘৮ কোটি ডোজের ওপরে টিকা আছে হাতে। ইতোমধ্যে সব মিলিয়ে আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। আরও ৩ কোটি ডোজ দিতে পারলে আমাদের মোট টিকা দেয়ার সংখ্যা ২৫ কোটি পার হবে। তাতে মোট জনগণের ৭৫ শতাংশ এবং টার্গেটেড জনগোষ্ঠীর প্রায় ৯৫ থেকে ১০০ শতাংশ মানুষ টিকা পাবেন।

মন্ত্রী জানান, ‘দ্বিতীয় ডোজের ৬ মাস পরে বুস্টার দেয়া হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৬ মাস নয়, ৪ মাসেই বুস্টার দেয়া যাবে। কাজেই যাদের দ্বিতীয় ডোজের পর ৪ মাসের বেশি হয়ে গেছে তারা বুস্টার ডোজ নিতে পারবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশি মানুষকে টিকার আওতায় আনতে পারায় দেশ লাভবান হয়েছে। ভ্যাকসিন দিতে পারায় স্কুল-কলেজ খুলে গেছে। ভ্যাকসিন দেয়ায় দেশের অর্থনীতি সচল রয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ