bnanews24.com
এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলা

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলা

নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় ফরিদপুরের সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম চর ভদ্রাসন থানায় এ মামলা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন খানম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিক্সন চৌধুরীর অশোভন আচরণের বিষয়ে প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়েছিল।

এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকারকে ‘দাঁতভাঙা জবাব’ দেয়ার হুমকি দিয়েছেন সাংসদ নিক্সন চৌধুরী। চরভদ্রাসনের ইউএনও’র ফোনে ফোন করে গালিগালাজ করেছেন ভাঙা উপজেলার এসিল্যান্ডকে। চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে ঘিরে গেল শনিবার (১০ অক্টোবর) এ দুটি ঘটনা ঘটে। দুটি ঘটনারই ভিডিও ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

বিএনএ/এমএইচ

আরও পড়ুন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে চট্টগ্রামে বিশেষ উৎসব-প্রতিমন্ত্রী খালিদ

bnanews24

বিভিন্ন স্থানে ১৫ আগস্ট পালনের খবর

bnanews24

১৪ জুলাই শুরু হচ্ছে ডিসি সম্মেলন

bnanews24