29 C
আবহাওয়া
৭:০২ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়াকে অব্যাহতি

ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়াকে অব্যাহতি

ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়াকে অব্যাহতি

বিএনএ, ঢাকা : নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে ভিকারুননিসা নূল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়েছে। কলেজটিতে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহারকে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এর আগে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ এবং ভর্তি বাণিজ্যের অভিযোগ ওঠে ফওজিয়া রেজওয়ানের বিরুদ্ধে। নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে অভিভাবক ফোরামের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠিও দেয়া হয়।

নভেম্বরে অনুষ্ঠিত অভিভাবক ফোরামের বৈঠকে ফওজিয়া রেজওয়ানের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, তড়িঘড়ি করে প্রতিষ্ঠানে চারজন শাখা প্রধানকে নিয়োগ দিয়েছেন। অধ্যক্ষ দিনের পর দিন এমন অনৈতিক কর্মকাণ্ড করে কীভাবে তার পদে বহাল থাকেন, পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ