bnanews24.com

চীনে স্কুলে রাসায়নিক হামলায় শিশুসহ অর্ধশতাধিক আহত

চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে রাসায়নিক হামলা ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টােবর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ইউনান প্রদেশের কাইউয়ান শহরে এ হামলা চালানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি কিন্ডারগার্টেন স্কুলে রাসায়নিক হামলায় ৫৪ জন আহত হয়েছে যাদের মধ্যে ৫১ জনই শিশু। সন্দেহভাজন ওই হামলাকারীর ডাক নাম কং (২৩)। সে দাহ্য পদার্থ নিয়ে স্কুলটিতে হামলা চালিয়েছিলো।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রাচীর বেয়ে ভেতরে প্রবেশ করেছিলো কং। ভেতরে প্রবেশের পর সে শিশুদের লক্ষ্য করে সোডিয়াম হাইড্রোক্সসাইড ছিটিয়ে দেয়।

দেশটির জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইবো’তে প্রকাশিত এক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। কিন্ডারগার্টেনের ৫১ শিশু ও তিন শিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ঘটনার ঘণ্টা খানেক পরই হামলাকারীকে আটক করা হয় বলেও জানানো হয়।

বিএনএনিউজ২৪.কম/এম রানা, ওসমান গনী, এহক।

আরও পড়ুন

বোয়ালখালীতে আমন ধান কাটা শুরু

bnanews24

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

RumoChy Chy

হৃদরোগে মারা গেলেন এসএস পঙ্কজ

bnanews24