22 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকাসহ তিন জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ তিন জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন


বিএনএ, ঢাকা : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকেই ঢাকা ও আশপাশের দুই জেলায় মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন বিজিবি সদস্যরা।

ঢাকায় ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে এক প্লাটুন করে বিজিবি সদস্য নিয়োজিত রয়েছেন বলেও জানানো হয়। বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নজর রাখবে তারা।

রাজধানীর আটটি এলাকায় ভাগ হয়ে নিরাপত্তা নজরদারী চালাবে বিজিবি।

জানানো হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ধানমন্ডি-৩২, এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, কাকরাইল, হাইকোর্ট, শিশু একাডেমি এবং আবরার ফাহাদ এভিনিউ এলাকায় অবস্থানের পাশাপাশি টহলের মাধ্যমে এসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে তারা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ