24 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের লক্ষ্য দিল পাকিস্তান

অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের লক্ষ্য দিল পাকিস্তান

রিজওয়ান

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার(১১ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বাবর,রিজওয়ান ও ফখর জামানের  ব্যাটিং নৈপূন্যে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও রিজওয়ান। ম্যাচের প্রথম থেকে দেখেশুনে খেলে পাওয়ার প্লেতে ৪৭ রান তোলে তারা।

ষষ্ঠ ওভার করতে আসা জাম্পার চতুর্থ বলে বাবর সিঙ্গেল নিয়ে দলীয় রান অর্ধশত করে। দশম ওভার করতে এসে জাম্পা ছন্দে থাকা বাবর আজমকে ফিরিয়ে ৭১ রানে জুঁটি ভাঙ্গেন। লং অন দিয়ে ছক্কা হাকাঁতে গিয়ে ওয়ার্নারের হাতে ক্যাচ হন তিনি। আউটের আগে ৩৪ বলে ৫ চারে করেন ৩৯ রান এই পাক অধিনায়ক। এরপর রিজওয়ানকে সঙ্গ দিতে ব্যাট করতে নামে ফখর জামান।

বাবরের বিদায়ের পরও রানের চাঁকা সচল রাখে রিজওয়ান। ১৪ ওভারের শেষ বলে হ্যাজেলউডের বলে সিঙ্গেল নিয়ে নিজের ফিফটি তুলে নেন রিজওয়ান। এটি তার টুর্নামেন্টে তৃতীয় ফিফটি।

অষ্টাদশ ওভার করতে আসা মিশেল স্টার্ক দূদার্ন্ত ব্যাট করতে থাকা রিজওয়ানকে ফিরিয়ে ৬৭ রানের জুটিঁ ভাঙ্গেন।আউটের আগে রিজওয়ানের ব্যাট থেকে আসে ৫২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৭ রান।

এরপর আসিফ আলি নেমে শূন্য রানে ফিরে। প্যাট কামিন্সকে তুলে মারতে গয়ে লং অনে স্মিথের হাতে ক্যাচ হন তিনি।

ম্যাচের শেষ ওভারে দ্বিতীয় বলে সোয়েব মালিক  ১ রানে বোল্ড হন স্টার্কের বলে। ওই ওভারের চতুর্থ ও পঞ্চম ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি তুলে নেন ফখর জামান।শেষ বলে সিঙ্গেল নিয়ে দলীয় রান ১৭৬ করেন তিনি।

৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন ফখর জামান।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ