39 C
আবহাওয়া
৩:২৯ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানে ৩মাসে ৬০০ দায়েশ সদস্য গ্রেফতার

আফগানিস্তানে ৩মাসে ৬০০ দায়েশ সদস্য গ্রেফতার

আফগানিস্তানে

বিএনএ, বিশ্ব ডেস্ক :  গত তিন মাসে আফগানিস্তানে অন্তত ৬০০ দায়েশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে  বুধবার(১০নভেম্বর) দেশটির গোয়েন্দা বিভাগ জানিয়েছে। সূত্র: তোলো নিউজ

সরকারের তথ্য ও মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের মুখপাত্র খলিল হামরাজ বলেন, “দেশের বিভিন্ন অংশে, দায়েশের প্রায় ৬০০ সদস্য যারা নাশকতামূলক কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের আটক করা হয়েছে। “আটকদের মধ্যে কয়েকজন শীর্ষস্থানীয় সদস্য রয়েছে। তারা বর্তমানে কারাগারে আছে।”

আফগানিস্তানের প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলো দেশটিতে দায়েশের তৎপরতা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছিল।

তবে হামরাজের মতে, আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অনেকটা সন্তোষজনক। হামরাজ জানান, তাছাড়া অপহরণের অভিযোগে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ, যিনি সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছিলেন, তিনি আবারও দায়েশকে আফগানিস্তানে বড় হুমকি নয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিভিন্ন প্রদেশে ২১টি দায়েশ অভয়ারণ্য নির্মূল করা হয়েছে।

তিনি বলেন, “আমাদের প্রচেষ্টা (দায়েশ) নির্মূল করার জন্য অব্যাহত রয়েছে কিন্তু হুমকি অনেকাংশে কমিয়ে আনা হয়েছে।

তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে দায়েশ শুধু আফগানিস্তানের জন্যই হুমকি নয়, আঞ্চলিক দেশগুলোকেও উচ্চ ঝুঁকিতে ফেলবে।

রাজনৈতিক বিশ্লেষক আখতার মোহাম্মদ রাসিখ বলেছেন, “এই অঞ্চলে দায়েশ আফগানিস্তান এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলির জন্য একটি বড় হুমকি৷

জার্মানির পাইকার বা হাররাসফ গনি সংগঠনের প্রধান আজমল সুহেল বলেছেন, “দায়েশ এই অঞ্চলে সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিয়েছে এবং তালেবানদের জন্য বড় নিরাপত্তা সমস্যা তৈরি করতে চেয়েছিল৷

বিএনএ নিউজ ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ