31 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

বিএনএ ঢাকা: দ্বিতীয় ধাপে দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলবে  বিকাল ৪টা পর্যন্ত।

এরমধ্যে ২৬টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। বাকিগুলোর ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।

এসব ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজার ৩শ ১০ জন। সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭শ ৪৭ জন আর সংরক্ষিত সদস্য পদে ৯ হাজারের বেশি।

ইতোমধ্যে ৮১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বিনাভোটে নির্বাচিত হয়েছেন। তারা সবাই ক্ষমতাসীন দলের প্রার্থী বলে জানা গেছে। সাধারণ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন ২শ ৩ জন। আর সংরক্ষিত সদস্য ৭৬ জন।

এই ধাপে নির্বাচন পূর্ব সহিংসতা বেশি হওয়ায় ১০ জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছে ৬৭০ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। গঠন করা হয়েছে মনিটরিং সেল।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু বিভিন্ন কারণে ১৩টি ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে না।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ