Bnanews24.com
Home » সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না: অপু বিশ্বাস
বিনোদন সব খবর

সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না: অপু বিশ্বাস


বিএনএ, বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, কোনো বিয়ে-টিয়ে নয়, সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সম্প্রতি একটি ছবি ভাইরাল হওয়ার প্রেক্ষিতে তিনি একথা বলেন।

সোমবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অপু বিশ্বাস লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’

অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর দেওয়া একটি ছবি অন্তর্জালে ভাইরাল হয়। সেই ছবি দেখে ভক্তদের মনে নানান প্রশ্ন জাগে তবে কি অপু বিশ্বাস আবার বিয়ের পিঁড়িতে বসেছেন? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় গুঞ্জন। দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ কয়েক দিন ধরে চলা এ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস। তিনি জানালেন ফটোশুটের প্রয়োজনেই সিঁথিতে সিঁদুর। কোনো বিয়ে-টিয়ে নয়।

বিএনএনিউজ/এইচ.এম।