36 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ‘ডিইউজে উইক’ শুরু

‘ডিইউজে উইক’ শুরু


বিএনএ, ঢাকা : সাংবাদিকদের বেতন-ভাতাসহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ‘ডিইউজে উইক’ শুরু করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আগামী ১৬ অক্টোবর ‘ডিইউজে উইক’ কর্মসূচি  চলবে। আগামী ২২ অক্টোবর  ডিইউজে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার দৈনিক করতোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ডিইউজে  নেতৃবৃন্দ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের সমস্যা ও সঙ্কট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় করেন।

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নেতৃত্বে  ডিইউজে নেতৃবৃন্দ  দৈনিক করতোয়া ইউনিটে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন, নির্বাহী পরিষদ সদস্য রেহানা পারভীন ।

দৈনিক করতোয়ার ইউনিট প্রধান সুলতানুর রহমান নেতৃবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানান দৈনিক করতোয়ার ইউনিট প্রধান সুলতানুর রহমান ও পত্রিকাটির যুগ্ম বার্তা সম্পাদক এম এস সাহাব । ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন, নির্বাহী পরিষদ সদস্য রেহানা পারভীন।

দৈনিক করতোয়ার বিভিন্ন বিষয় তুলে ধরেন পত্রিকাটির যুগ্ম বার্তা সম্পাদক এম. এস. সাহাব ও প্রধান প্রতিবেদক সৈয়দ আহমদ অটল সাংবাদিক নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ