37 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পূজায় কাউকে দুষ্কর্ম করতে দেবেনা আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

পূজায় কাউকে দুষ্কর্ম করতে দেবেনা আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

পূজায় কাউকে দুষ্কর্ম করতে দেবেনা আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ ঢাকা: শারদীয় দুর্গাপূজায় নাশকতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে, এজন্য সবার সহযোগিতা দরকার বলেও জানান তিনি।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

সে সময় আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দেশে এবার প্রায় ৫শ প্রতিমা তৈরি হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি।  শান্তিপূর্ণ পূজার উৎসবে কেউ যেন নাশকতা করতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাও তৎপর আছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এখানে ধর্ম পালনে কোনো বাধা নেই। সবাই সব ধর্ম পালন করবে। আইনশৃঙ্খলা বাহিনী তা নির্বিঘ্ন করবে। শুধু ধর্মীয় নয়, যেকোনো উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। তাদের চোখ- কান খোলা আছে। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম করতে দেবে না তারা। তবে, এজন্য পূজা উদযাপন কমিটিসহ সর্বস্তরের জনগণকে তৎপর থাকতে হবে। পুরো সময়েই নিরাপদ-নির্বিঘ্নে পূজা উদযাপন হবে বলে আশা প্রকাশ করেন আসাদুজ্জামান খান কামাল।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ