Bnanews24.com
Home » রানির মৃত্যুতে ওভাল টেস্টের খেলা স্থগিত!
এক নজরে খেলা

রানির মৃত্যুতে ওভাল টেস্টের খেলা স্থগিত!

রানি

স্পোর্টস ডেস্ক: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর। পুরো যুক্তরাজ্যে তাঁর মৃত্যুতে শোকের ছায়া বয়ে গিয়েছে। এ ধারাবাহিকতায় শুক্রবারের ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গতকাল ইংল্যান্ডের ওভালে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হলেও মাঠে একটি বলও গড়াতে পারেনি। বৃষ্টির বাগড়ায় টসের পর খেলা শুরু করা যায় নি। তিন ম্যাচ সিরিজের ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে খেলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পরবর্তীতে ওভাল টেস্ট নিয়ে সিদ্ধান্ত জানাবে বোর্ড।

সিরিজ জয়ের মিশনে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক বেন স্টোকস।

বিএনএনিউজ২৪/ এমএইচ