20 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি মঞ্জুর

৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি মঞ্জুর

সাকিব

বিএনএ,ঢাকা: সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বাধ্যতামূলক ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর ফলে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাকিবের।

বুধবার (৯ মার্চ) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান,   ‘স্টিল সে (সাকিব) আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেহেতু সে বারবার মানসিক ব্যাপারটার কথা বলছে, আমরাও তাই মনে করেছি তাকে রেস্ট দেওয়া দরকার।’

জালাল ইউনুস জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়া হয়েছে। সাকিব বিশ্রাম চেয়েছে বলেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

এদিকে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ। মাত্র দুই সপ্তাহ হাতে থাকলেও একটু সময় আর বিশ্রাম নিতে চেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শারীরিক ও মানসিক অবসাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিলেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। তার ওই দাবি মেনে নিয়েছে বিসিবি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ