36 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, আক্রান্ত ৬১১

চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, আক্রান্ত ৬১১


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ( সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছে ৬১১ জন। আক্রান্তদের মধ্যে নগরে ৪৬৫ জন এবং উপজেলায় ১৪৬ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬২ হাজার ২০০ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় ৪ জন মৃত্যুবরণ করেছে। বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৬টি নমুনা পরীক্ষায় ৫৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪১৪টি নমুনা পরীক্ষায় ১৫৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৩টি নমুনা পরীক্ষায় ৪৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৩টি নমুনা পরীক্ষায় ৭৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪৫টি নমুনা পরীক্ষায় ২৭ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষায় ২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষা ৫৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪০টি নমুনা পরীক্ষায় ২৭ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ১৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৫১টি নমুনা পরীক্ষায় ১৮ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষায় ৪৩ জন এবং এন্টিজেনে ২৬১টি নমুনা পরীক্ষায় ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

উপজেলায় ১৪৬ জনের মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ২ জন, আনোয়ারায় ১০ জন, চন্দনাইশ ১ জন, পটিয়া ১৪ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ১০, রাউজান ১৯ জন, ফটিকছড়ি ১১ জন, হাটহাজারী ১৮ জন, সীতাকুণ্ড ৩২ জন, মিরশ্বরাই ২৪ জন ও সন্দ্বীপ ১ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬১১ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ২০০ জন। যাদের মধ্যে নগরে ৪৮ হাজার ২৯৫ জন এবং উপজেলায় ১৩ হাজার ৯ ০৫জন। একই সময় করোনায় ৪ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ৭৩৫ জন। যাদের মধ্যে নগরে ৪৮৪ জন এবং উপজেলায় ২৫১জন।

বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ