25 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ২৮ মার্চ

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ২৮ মার্চ

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ২৮ মার্চ

বিএনএ ডেস্ক, ঢাকা: করোনাভাইরাস নিয়ন্ত্রণে গণটিকা কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে শেষ হয়েছে প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ প্রদান শুরু হবে আগামী ২৮ মার্চ। চলবে ৩০ মার্চ পর্যন্ত। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রী। বলেন, গণটিকা কর্মসূচির মাধ্যমে প্রথম ডোজ নেয়া ব্যক্তিরা ২৮, ২৯ ও ৩০ মার্চ দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

জাহিদ মালেক বলেন, টিকার প্রথম ডোজ যে কেন্দ্রে থেকে নেয়া হয়েছে, দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্র থেকে নিতে হবে। তিন দিনে প্রায় ২ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড টিকা প্রদানে বাংলাদেশ পৃথিবীতে ৯ম স্থানে। বাংলাদেশে করোনা সংক্রমণ প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত উঠেছিল, তবে এখন সেটি ২ শতাংশে নেমে গেছে। সাথে সচল হয়েছে অর্থনীতির চাকা। সময়মত টিকা দেয়ায় এ সফলতা এসেছে বলেও দাবি করেন জাহিদ মালেক।

গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকা দেয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজের কার্যক্রম। আর বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয় ২৮ ডিসেম্বর থেকে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ