37 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ড ট্রাজেডির মধ্যেই পাবনায় শোলার মিলে আগুন

সীতাকুণ্ড ট্রাজেডির মধ্যেই পাবনায় শোলার মিলে আগুন

নোয়াখালীতে আগুনে

বিএনএ, পাবনা: পেরিয়ে গেছে ২৭ ঘণ্টা। নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুন। চট্টগ্রামকে মৃত্যুপুরী বানিয়ে এবার আগুন হানা দিয়েছে উত্তরবঙ্গের জেলা পাবনায়।

রোববার (৫ জুন) রাত সাড়ে ৮ টার দিকে পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর মাদ্রাসার পার্শ্ববর্তী কিউলিন ইন্ডাস্ট্রি নামক এক রপ্তানি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কারখানাটিতে পাটকাঠি পুড়িয়ে কার্বন তৈরি করা হতো।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কিউলিন ইন্ডাস্ট্রিতে মূলত শোলা বা পাটকাঠি পুড়িয়ে ছাই করে কার্বন উৎপাদন করা হয় এবং তা বিদেশে রপ্তানি করা হয়।

প্রসঙ্গত, শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডতে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ