33 C
আবহাওয়া
৪:০২ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ১৩০০ কনটেইনার পুড়েছে, ৯০০ কোটি টাকার ক্ষতি

১৩০০ কনটেইনার পুড়েছে, ৯০০ কোটি টাকার ক্ষতি

১৩০০ কনটেইনার পুড়েছে, ৯০০ কোটি টাকার ক্ষতি

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনে পুড়েছে পণ্যভর্তি ১৩০০ কনটেইনার। কনটেইনারগুলোতে ছিল রপ্তানির জন্য প্রস্তুত করা ও আমদানির বহু পণ্য।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য পুড়েছে। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ৯০০ কোটি।

YouTube player

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব জানান, বিএম কনটেইনার ডিপোতে দুর্ঘটনার সময়ে সাড়ে চার হাজারেরও বেশি কনটেইনার ছিল। এরমধ্যে অন্তত এক হাজার ৩০০ কনটেইনারে আমদানি ও রপ্তানিপণ্য ছিল। পণ্যভর্তি এসব কনটেইনারের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়েছে আমদানি করা বহু পণ্য।

তিনি আরও বলেন, বেশি পুড়েছে রপ্তানির জন্য রাখা পণ্য। রপ্তানির জন্য কনটেইনার ভর্তি করে রাখা অনেক পোশাক ছিল। সেগুলো রপ্তানির নির্ধারিত সময় (লিড টাইম) ছিল। কিন্তু পোশাক পুড়ে যাওয়ায় রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হবে। নির্ধারিত সময়ে রপ্তানি করা অসম্ভব হয়ে পড়বে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রামের সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী জানান, বিএম ডিপোতে বেশি ক্ষতি হয়েছে রপ্তানিপণ্যের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০০ মিলিয়ন ডলারের রপ্তানিপণ্য পুড়েছে। বাংলাদেশে টাকায় তা প্রায় ৯০০ কোটি।

উল্লেখ্য, শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুনে হতাহত হয়েছে অনেকে। প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে দমকলকর্মীও আছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ