bnanews24.com
শহরে বাঁশ ঢুকছে

শহরে বাঁশের চাহিদা বৃদ্ধি

চট্টগ্রাম: করোনা পরিস্থিতির কারণে শহরের কোন কোন এলাকা লকডাউন করা হচ্ছে। সেখানে প্রবেশ ও বাহির পথ রোধে বাশেঁর প্রয়োজন। তাছাড়া সামনে আসছে পবিত্র ঈদুল আজহা। কোরবানী উপলক্ষে গরুর হাটেও প্রচুর বাঁশের প্রয়োজন পড়ে। ৪জুলাই ছবিটি বিএনএ আলোকচিত্রী তুলেছেন চট্টগ্রাম শহরের প্রবেশ পথ হতে। -বিএনএ।

আরও পড়ুন

ছাগলনাইয়ায় উম্মুল ক্বুরা মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন

showkat osman

বিষক্রিয়ায় সাভারে দুইজনের মৃত্যু

Osman Goni

‘বঙ্গবন্ধু নদী পদক’ প্রদান করা হবে

bnanews24