39 C
আবহাওয়া
৫:০৪ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শপথ নিলেন মমতা

শপথ নিলেন মমতা

মমতা

বিএনএ বিশ্ব, ঢাকা: টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৫ মে) স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে শপথবাক্য পাঠ করান। করোনা পরিস্থিতির কারণে এবারের শপথ অনুষ্ঠান তেমন জমকালো ছিল না।

শপথ অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসু, সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখকে আমন্ত্রণ জানানো হয়।

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির ‘সাম্প্রদায়িক অপরাজনীতির’ বিরুদ্ধে জেতা মমতা এমন পরিস্থিতিতে শপথ নিলেন যেখানে জয়ের পরে নানা সহিংসতায় অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে তৃণমূল-বিজেপি দুই দলের নেতাকর্মী-সমর্থক আছেন। কোথাও কোথাও রাজনীতির এই সংঘাতে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক রং।

মমতা রাজ্যজুড়ে ভোটপরবর্তী রাজনৈতিক সংঘর্ষের দায়ও বিজেপির ওপর চাপিয়েছেন। বলেছেন, ভোটে ধর্মীয় মেরুকরণের চেষ্টা আগে থেকে করে আসছে বিজেপি। এর দায় মোদি-অমিত শাহর। বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ২৯২টি আসনে ভোট হয়। প্রার্থী মারা যাওয়ায় দুই আসনে ভোট স্থগিত ছিল। ২৯২টি আসনের মধ্যে ২১৩টিতে জয় পেয়েছে মমতার তৃণমূল যা আগের বিধানসভা নির্বাচনের চেয়ে ২টি বেশি।

বিজেপি পেয়েছে ৭৭টি আসন যা আগের বিধানসভা নির্বাচনের চেয়ে ৭৪টি বেশি। কংগ্রেস ও বামপন্থী দলগুলো কোনো আসন পায়নি।

উল্লেখ্য, আগামী ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার হবেন। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মমতা ঠিক করবেন কারা মন্ত্রী হবেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ