30 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে আবারও জীবিত নবজাতক উদ্ধার

সিলেটে আবারও জীবিত নবজাতক উদ্ধার

সিলেটে আবারও জীবিত নবজাতক উদ্ধার

বিএনএ, সিলেট:  সিলেট জেলার কানাইঘাটে জীবিত এক নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার(৫মে) ভোর ৬টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়ন অফিসের পাশের রাস্তার গাছের নিচে নবজাতকটি পাওয়া যায়। এ সময় ফুটফুটে নবজাতক কন্যাটি টাওয়াল দিয়ে মোড়ানো ছিল।

এর আগে হবিগঞ্জ জেলার মঙ্গলবার(৪মে) দুপুরে শহরের মোহনপুর এলাকার ড্রেন থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়। পথচারি স্থানীয় বাসিন্দা জোসনা বেগম কানানর শব্দ পেয়ে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নবজাতকটি বর্তমানে সদর আধুনিক হাসপাতালে রয়েছে।

বুধবার ভোরে কানাইঘাট-দরবস্ত রাস্তার পাশে গাছের নিচে টাওয়াল দিয়ে মোড়ানো রক্তমাখা অবস্থায় জনৈক বতাই মিয়ার বাড়ির লোকজন নবজাতক কন্যাটিকে প্রথমে দেখতে পায়। তারা সুস্থ নবজাতককে উদ্ধার করে গোসল দেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানাকে অবহিত করেন।

স্থানীয়দের সুপারিশে বতাই মিয়ার মেয়ে নিঃসন্তান দম্পতি বনপাড়া গ্রামের শিমুল আহমদ ও তার স্ত্রী মুন্নি বেগম নবজাতক কন্যাটিকে তাদের দায়িত্বে বুঝে নেন।

আগের দিনের খবর পড়ুনহবিগঞ্জে ড্রেনে পাওয়া গেল জীবিত নবজাতক

বিএনএনিউজ২৪/এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ