bnanews24.com

রৌশন ফকির দরগাহ মাদরাসার সভাপতি আজাদের জানাজা ও দাফন সম্পন্ন

বিএনএ,ছাগলনাইয়া(ফেনী): বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) সম্পাদক, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, লায়ন্স ক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজুমদারের বড় ভাই, ফেনীর ছাগলনাইয়া উপজেলার রৌশন ফকির দরগাহ মাদরাসা’র সভাপতি, আরলা ফূড লিঃ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদের (৭২) জানাযার নামাজ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে শনিবার(৪জুলাই) বাদ আছর রৌশন ফকির দরগাহ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৬টায় ঢাকার নিজ বাসায় হ্রদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সদ্য প্রয়াত আবুল কালাম আজাদ ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামের বাসিন্দা মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম সুলতান আহমদের জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৬ভাই, ৪বোনসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে উত্তর যশপুর রৌশন ফকির দরগাহ মাদরাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় নিকটস্থ আত্মীয় স্বজন অংশ নেন। পরে দরগাহ সংলগ্ন কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, রৌশন ফকির দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসেন চৌধুরী।

জানাযার নামাজের পূর্বে সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন,মরহুমের ছোট ভাই চট্রগ্রামস্হ পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ নিউজ এজেন্সির( বিএনএ’র) সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ, ছাগলনাইয়া উপজেলার ভাইস-চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান, বিএনএ প্রকাশক লায়ন জাকির হোসেন মজুমদার, পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোসেন মজুমদার খোকা, পোর্টল্যান্ড গ্রুপের ডিরেক্টর মোমিনুর রহমান মজুমদার, পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক এম রবিউল হোসেন মজুমদার, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, মরহুমের ছোট ছেলে আসিফ মোর্শেদ আজাদ, রৌশন ফকির দরগাহ মাদরাসা’র সুপার হাফেজ মাওলানা আবদুল হক নোমানী প্রমুখ।

উল্লেখ্য, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া তাহের ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত করোনায় দাফন টিম মরহুমের দাফন কাজে সহযোগিতা করেন ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল কর্তৃক গঠিত কুইক রেসপন্স টিমও এসময় উপস্থিত থেকে দাফন কাজে সহযোগিতা করেন। প্রসঙ্গত, আবুল কালাম আজাদ ফুল ক্রিম মিল্ক পাউডার ডানোর বাংলাদেশ এজেন্ট আরলা ফুডস বাংলাদেশ লি. এর দীর্ঘদিন ধরে কর্মরত(জেনারেল ম্যানেজার) ছিলেন। তার প্রথম পুত্র আরিফ মোরশেদ আজাদ যুক্তরাষ্ট্রের টেক্সাসে এবং ছোট ছেলে আসিফ আজাদ ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত রয়েছেন।

বিএনএ/এসজিএন

আরও পড়ুন

আতংকে রাঘববোয়ালরা

RumoChy Chy

ইসি ভবনে আগুন: ৩ সদস্যের তদন্ত ক‌মি‌টি

bnanews24

মিনিবাসের ধাক্কায় শিশু নিহত

Osman Goni