bnanews24.com
ওবায়দুল কাদেরকে ক্ষমা চাওয়ার আহবান

ওবায়দুল কাদেরকে ক্ষমা চাওয়ার আহবান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সমন্বয়ে গঠিত মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়,  ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জানানো হয়, আগামী ৬ জুলাই শাহবাগ জাদুঘরের সামনে মানববন্ধন পালন করবেন তারা।

গত ১ জুলাই থেকে সারাদেশে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। সংগঠনটির এবারের সদস্য সংগ্রহের ক্ষেত্রে যুদ্ধাপরাধী জামায়াত পরিবারের সংশ্লিষ্টতা থাকলে নেওয়া হবে এমন বক্তব্য সরব হয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সমন্বয়ে গঠিত মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন।

যদিও বৃহস্পতিবার ওবায়দুল কাদের বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, স্বাধীনতার চেতনাবিরোধী অথবা সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন কাউকে দলের সদস্য করা হবে না। এক্ষেত্রে যুদ্ধাপরাধী ও তাদের সন্তানদের বেলায়ও আওয়ামী লীগের অবস্থান একই। আওয়ামী লীগের এ বিষয়ে একটা নীতিমালা আছে, দলের চেতনা আছে। এই চেতনার সঙ্গে কোনও আপস নাই।

বিএনএ/ এইচ.এম,এসজিএন।

আরও পড়ুন

তিন বছরের নাইম,বিশ্ব উচ্চ আইকিউ সোসাইটির সদস্য

bnanews24

ঢাবিতে আন্দোলকারী শিক্ষার্থীদের ওপর হামলা

RumoChy Chy

টিকটকের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

bnanews24