29 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ‘ভোজ্য তেলে ট্যাক্স-ভ্যাট প্রত্যাহারে সুবিধা পাচ্ছে ভোক্তা’

‘ভোজ্য তেলে ট্যাক্স-ভ্যাট প্রত্যাহারে সুবিধা পাচ্ছে ভোক্তা’

'ভোজ্য তেলে ট্যাক্স-ভ্যাট প্রত্যহারে সুবিধা পাচ্ছে ভোক্তা'

বিএনএ, ঢাকাভোজ্য তেল থেকে ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহারের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে। ভোজ্য তেলের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভায় এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, মূল্য স্বাভাবিক রাখতে পণ্যের সরবরাহ আরও বৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত রয়েছে। অন্যান্য পণ্যের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই।

মন্ত্রী বলেন, দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হচ্ছে। পণ্য আমদানি ও সরবরাহে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমদানি পণ্যের দ্রুত খালাস ও শুলকায়ন, দ্রুত পরিবহণ করার ব্যবস্থা করা হয়েছে। পণ্যের আমদানি, পাইকারি বা ডিলার পর্যায়ে যাতে কোনো ধরণের সমস্যা না সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ