36 C
আবহাওয়া
১২:৫৮ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ঝড়ো হাওয়ায় তছনছ বইমেলা

ঝড়ো হাওয়ায় তছনছ বইমেলা

ঝড়ো হাওয়ায় তছনছ বইমেলা

বিএনএ,ঢাকা: রাজধানীতে সন্ধ্যায় হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়। বাংলা একাডেমিতে বইমেলায় তখনও পাঠক ও প্রকাশকরা ছিলেন। ঝড়ের তীব্রতা দ্রুতই বেড়ে গেলে পাঠকদের অনেককে নিরাপদ জায়গায় অবস্থান নিতে দেখা যায়। আর স্টলের কর্মীদের ঝড়ের কবল থেকে বই রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় পর বইমেলা প্রাঙ্গণের পরিস্থিতি ছিল এমন। সরজিমনে দেখা যায়, হঠাৎ দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যায় বইমেলার চেনার রূপ। এসময় বেশ কয়েকটি স্টল আংশিকভাবে ভেঙে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। এসব স্টল এর মধ্যে রয়েছে বেহুলা বাংলা, বাবুই প্রকাশনি, আদিত্য অনীক প্রকাশনি।

এছাড়াও বেশ কিছু স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু প্যাভিলিয়নের নামফলকও ভেঙে পড়েছে।

বিএনএনিউজ/আজিজ,মনির

Loading


শিরোনাম বিএনএ