27 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » অবহেলায় নায়ক মান্নার কবর, কেন!

অবহেলায় নায়ক মান্নার কবর, কেন!


বিএনএ ডেস্ক:২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না-ফেরার দেশে চলে যান এক সময়ের ঢালিউড কিং মান্না। এই অভিনেতাকে দাফন করা হয় টাঙ্গাইলে তাদের পারিবারিক কবরস্থানে। এত দিনেও কেন মান্নার কবর সংস্কার হয়নি জানিয়েছেন তার পরিবার।

এ বিষয়ে মান্নার বড় বোন মিসেস কণা বলেন, ‘পারিবারিক কবরস্থানে আমার ছোট ভাইকে সমাহিত করার কারণে আমরা শুধু তার কবর সংস্কার করতে পারিনি। কারণ যে জায়গায় তাকে কবর দেয়া হয়েছে জায়গাটা এজমালি। ফলে আমাদের একক সিদ্ধান্তে কবরটি সংস্কার করতে পারছি না। আমাদের পারিবারিক কবরস্থান দেখভাল করেন চাচা সাফি তালুকদার। তিনি দেশের বাইরে থাকেন। তার দেশে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে আসতে পারছেন না। তিনি ফিরলেই মান্নার কবর সংস্কার করব।’

কণা আরো বলেন, ‘আমরা মান্নার কবর একবার পাকা করেছিলাম। তখন একসঙ্গে সেখানে সবার কবর দেবে গিয়েছিল। এরপর আমরা মাটি ভরাট করি। তখন চাচা দেশের বাইরে ছিলেন। তিনি নিষেধ করে বলেছিলেন, দেশে ফিরেই তিনি সবগুলো কবর পাকা করবেন। তিনিই জানেন কোথায় কার কবর আছে।’

এ প্রসঙ্গে প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, ‘কবরটি অনেক আগেই সংস্কার হতো। কিন্তু এজমালি জায়গার কারণে হয়নি। আশা করছি, তারা দ্রুত ব্যবস্থা নেবেন।’

Loading


শিরোনাম বিএনএ