40 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ৫ শতাধিক যাত্রী নিয়ে ডুবোচরে আটকা সুন্দরবন-৯ লঞ্চ

৫ শতাধিক যাত্রী নিয়ে ডুবোচরে আটকা সুন্দরবন-৯ লঞ্চ


বিএনএ, পটুয়াখালী : পটুয়াখালীতে নদীবন্দর এলাকায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-৯ একটি ডুবোচরে আটকে পড়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে লঞ্চটি ঘাট থেকে ছেড়ে যাওয়ার পরই একটু দূরে ডুবোচরে আটকে পড়ে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লঞ্চটি ঘাট থেকে ছেড়ে আসার পরই বেশ কয়েকবার ঘুরপাক খায়। পরে ডুবোচরে আটকা পড়ে। লঞ্চটি চর থেকে নামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। তবে লঞ্চে বেশকিছু রোগী এবং চাকরিপ্রার্থী পরীক্ষার্থী রয়েছে। তারা সঠিক সময় ঢাকা পৌঁছাতে না পারলে সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন যাত্রীরা।

এমভি সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস মিয়া বলেন, লঞ্চে প্রায় পাঁচ শতাধিক যাত্রী রয়েছে। জোয়ার না আসা পর্যন্ত লঞ্চটি আটকেই থাকবে। জোয়ারে পানি বাড়লে চর থেকে বের হওয়া যাবে। তখন আবার ঢাকার উদ্দেশে রওয়ানা দেব। যাত্রীরা নিরাপদে রয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ