36 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » কেজিতে সাড়ে ১২ টাকা বাড়লো এলপিজি’র দাম

কেজিতে সাড়ে ১২ টাকা বাড়লো এলপিজি’র দাম

১২ কেজি এলপিজি

বিএনএ ডেস্ক, ঢাকা: এক মাসের ব্যবধানে কেজি প্রতি এলপিজির দাম সাড়ে ১২ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৫১ টাকা।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি তাদের এ সিদ্ধান্তের কথা জানায়।

বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতল এখন ১ হাজার ৩৯১ টাকা। নতুন মূল্য বৃহস্পতিবার থেকেই কার্যক্রর হবে।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি সবশেষ এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়। তখন বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়।

বিইআরসি’র চেয়ারম্যান আব্দুল জলিল জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানী খাতেও। তবে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক কম।

বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ